
আগস্টে সর্বোচ্চ ডেঙ্গু রোগী, কমা শুরু হলেও তিন কারণে উদ্বেগ
প্রথম আলো
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১১:৩১
দেশে গত পাঁচ বছরের প্রবণতা হলো, মধ্য আগস্টে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ঘটে। এর পর থেকে কমতে শুরু করে এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ। এবারও তা–ই ঘটেছে। তার আগে আগস্টে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। এবার অন্তত তিনটি কারণে উদ্বেগ থাকছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সরকার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভা হয় গত সোমবার। সেখানেই চলতি বছর এবং গত পাঁচ বছরের ডেঙ্গু সংক্রমণের প্রবণতা তুলে ধরা হয়।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তুলে ধরা প্রতিবেদনে বলা হয়, সভার আগের দুই সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার হার প্রায় ২২ শতাংশ কমেছে। এ সময়ে সারা দেশে মৃত্যু কমেছে ৮ শতাংশের বেশি।