কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘুম ভাঙতেই হাঁচি শুরু, ঠান্ডা লাগেনি, তবু এমন সমস্যা কেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১১:২৫

সকাল থেকে শুরু হয়ে বৃষ্টি লেগেই থাকছে সারা দিন, থামছে না রাতেও। শোওয়ার সময় কেউ কেউ ফ্যানের গতি কমিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার হালকা করে এসিও চালাচ্ছেন। 


সকালে ঘুম থেকে উঠতেই একের পর এক হাঁচি। ঠান্ডা তো লাগেনি! তা হলে এত হাঁচি হচ্ছে কেন? 


চোখ-কান-নাকের চিকিৎসকদের মতে, হাঁচি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। নাকের মধ্যে অস্বস্তিকর কোনো কিছু ঢুকে থাকলে হাঁচির মাধ্যমে স্বাভাবিকভাবেই তা বাইরে বেরিয়ে আসে। ঘুমের মধ্যে কোনো কারণে ধুলো বা ময়লার সূক্ষ্ম কণা, চাদর বা বালিশ থেকে কোনো কিছু যদি যদি নাকের মধ্যে ঢুকে যায়, স্বাভাবিক ভাবেই হাঁচি চলে আসে। আবার নির্দিষ্ট কোনো জিনিসে অ্যালার্জি থাকলেও সেখান থেকে এমন সমস্যা হতে পারে। চিকিৎসার পরিভাষায় যার নাম ‘অ্যালার্জিক রাইনিটিস’। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও