![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2Fcdadee66-37a9-4b5e-b26e-7745e02a7f12%2Fhasina_modi_240823.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
ব্রিকস সম্মেলনের নৈশভোজে মোদী-হাসিনার কুশল বিনিময়
দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার রাতের ওই আয়োজনে নরেন্দ্র মোদী কয়েক গজ দূরে থাকলেও হেঁটে এসে বাংলাদেশ সরকারপ্রধানের কাছে যান। তারা একে অপরের খোঁজ-খবর নেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পরে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর এই পারস্পরিক সৌহার্দ্যের কথা তুলে ধরেন।
বাসস জানিয়েছে, ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নৈশভোজের আয়োজনে অংশ নেন প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধান। বুধবার রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে এই আয়োজন করা হয়। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানরাও ছিলেন সেখানে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে