অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৩:০৭
ই-কমার্স সাইটে ৭৬ হাজার টাকা পেমেন্ট করে অর্ডার করেছিলেন অ্যাপল ম্যাকবুক। কিন্তু ডেলিভারি পেলেন ৩ হাজার টাকা দামের স্পিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য দিয়ে পোস্ট করেছেন ভারতের অথর্ব খান্দেলওয়াল নামের এক ব্যক্তি।
এরই মধ্যে পোস্টটি ভাইরাল হয়েছে। অথর্ব খান্দেলওয়াল জানান, তিনি পার্সেলটি হাতে নিয়েই ডেলিভারি বয়ের সাথে ওটিপি শেয়ার করেন। যদিও ওপেন ডেলিভারি পলিসির নিয়ম অনুসারে ডেলিভারি এক্সিকিউটিভকে ওটিপি বলার আগে তার সামনে পার্সেল চেক করে নিতে হয়। কিন্তু ওই এক্সিকিউটিভ পার্সেল খুলে দেখানোর আগে “ফ্লিপকার্ট প্রোটোকল”-এর অজুহাত দিয়ে ওটিপি শেয়ারের জন্য জোর করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে