You have reached your daily news limit

Please log in to continue


‘জিন’ তাড়ানোর নামে নারীকে বেধড়ক মারধর, কবিরাজ গ্রেপ্তার

নওগাঁর রানীনগরে ‘জিন’ তাড়ানোর নামে এক নারীকে বেধড়ক মারধরের অভিযোগে কথিত কবিরাজ লিয়াকত শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।গ্রেপ্তার লিয়াকত পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার রাতে তাঁর নামে থানায় মামলা করা হয়।

রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা থেকে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক নারী (৪৫) রাতে হঠাৎ অস্বাভাবিক কথা বলতে থাকেন। এ অবস্থায় পরিবারের সদস্যরা কবিরাজ লিয়াকতকে ডেকে আনেন। ওই নারীকে জিনে ধরেছে; জিন তাড়াতে হবে বলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন কবিরাজ। এলোপাতাড়ি মারধরে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাতেই রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। এ ঘটনায় নারীর স্বামী বাদী হয়ে কবিরাজসহ আরও একজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন