সর্বজনীন পেনশন: ৩১-৪০ বছর বয়সীরা বেশি আগ্রহী

ডেইলি স্টার প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১৩:৩৯

সম্প্রতি চালু হওয়ার পর সর্বজনীন পেনশন স্কিম এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা।


জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৬ হাজার ১০৩ জন গ্রাহকের মধ্যে ২ হাজার ৬৫৪ জন এই বয়সী। তারা ১ কোটি ৩৯ লাখ টাকা জমা করেছেন।


এরপরেই রয়েছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী এবং ২১ থেকে ৩০ বছর বয়সীরা। তাদের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৮৩৭ এবং ১ হাজার ১৯৮।


এ ছাড়া, ৬১ বছরের বেশি বয়সী ২৫ জন এবং ১৮ থেকে ২০ বছর বয়সী ৭৬ জন পেনশন স্কিমের জন্য নথিভুক্ত হয়েছেন।


জাতীয় পেনশন কর্তৃপক্ষ গতকাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের প্রগতি স্কিমের আওতায় গ্রাহকদের কাছ থেকে মোট ৩ কোটি ৫ লাখ টাকা পেয়েছে। এই স্কিমটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য। এখন পর্যন্ত পেনশন স্কিম নেওয়া গ্রাহকদের মধ্যে ৫৩ শতাংশই প্রগতি স্কিম নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও