ফ্লাইটে রক্তবমি করে অসুস্থ, জরুরি অবতরণের পর যাত্রীর মৃত্যু
ভারতের মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগোর ফ্লাইটে এক যাত্রী রক্তবমি করে অসুস্থ হয়ে পড়ে। সেই যাত্রীর প্রাণ বাঁচাতে নাগপুরে জরুরি অবতরণ করে ফ্লাইটি। তবে শেষ পর্যন্ত সেই যাত্রীকে প্রাণে বাঁচানো যায়নি।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় মুম্বই থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি ফ্লাইট। সেই ফ্লাইটে আকাশের মাঝ পথে অসুস্থ হয়ে পড়েন ৬২ বছর বয়সী যাত্রী বয়লি ডি তিওয়ারি। অসুস্থতার কারণে ফ্লাইটিকে নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয়।
ফ্লাইটের জরুরি অবতরণের পর বয়লি ডি তিওয়ারিকে একটি স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বয়লি ডি তিওয়ারি আগে থেকেই সিকেডি এবং টিবি রোগে আক্রান্ত ছিলেন।