বৈদ্যুতিক পাদানিসহ দেশের বাজারে টিগো সেভেন প্রো

প্রথম আলো প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১০:৩২

হাতভর্তি বাজার নিয়ে গাড়িটির পেছনে দাঁড়িয়ে আবার একটু পিছিয়ে এলেই খুলে যাবে পেছনের ডালা। এ জন্য অবশ্য গাড়ির চাবি থাকতে হবে পকেটে। তেমনি ইঞ্জিনের হুডটাও লক খোলার পর হাইড্রোলিকের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। প্রথম সারিতে গাড়ির ডান অথবা বাঁ দিকের দরজা খুললে স্বয়ংক্রিয়ভাবে নেমে আসবে বৈদ্যুতিক পাদানি (অটো ফুট স্টেপার)।


তবে এই সুবিধার জন্য গুনতে হবে বাড়তি টাকা। দেশের বাজারে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি নিয়ে এসেছে মধ্যম বাজেটের নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) টিগো সেভেন প্রো ২০২৩।


১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চেরি চীনে জাগুয়ার ও ল্যান্ডরোভার গাড়ি তৈরিতে যৌথভাবে কাজ করে। পাঁচ আসনের টিগো সেভেন প্রো ২০২৩ মডেলে রয়েছে ১ দশমিক ৫ লিটার বা ১৪৯৮ সিসির টার্বো ইনলাইন পেট্রল ইঞ্জিন। ৪ সিলিন্ডারসহ ১৫ ভালভের এই ইঞ্জিনে ৫৬০০ আরপিএমে সর্বোচ্চ অশ্বশক্তি ১৪৫। গাড়িটি ৪৪০০ আরপিএমে সর্বোচ্চ ২১০ নিউটন মিটার (এনএম) শক্তি উৎপাদন করতে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও