You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট: নতুন যেসব পণ্যের ঘোষণা আসতে পারে

প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দেয়। এটি প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট নামে পরিচিত। নতুন আইফোনের দিকে সবার নজর থাকলেও একই আয়োজনে অ্যাপল তাদের আরও বেশ কিছু নতুন পণ্য ও সেবা চালুর ঘোষণা দেয়। তাই বছরজুড়েই এই ইভেন্টের দিকে চোখ থাকে অ্যাপলপ্রেমীদের।

অ্যাপলের এই ইভেন্টটি সাধারণত সেপ্টেম্বর মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হয়। এ বছরের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করেনি অ্যাপল। তবে এটি সেপ্টেম্বরের ১২ তারিখে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এই অনুষ্ঠানে আইফোন ১৫ উন্মোচন করবে অ্যাপল, সেটি মোটামুটি নির্ধারিতই। সঙ্গে ওয়াচ সিরিজ ৯, ওয়াচ আলট্রা ২, অপারেটিং সিস্টেম আইওএস ১৭, ওয়াচওস ১০ এবং টিভিওস ১৭ চালুরও ঘোষণা দিতে পারে অ্যাপল। তবে এবারের অ্যাপল ইভেন্টের দিকে সবাই বিশেষ আগ্রহ ও উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে কারণ ধারণা করা হচ্ছে, বহু জল্পনা-কল্পনার পর অবশেষে আইফোনে ইউএসবি-সি ক্যাবল যুক্ত হতে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন