ইউটিউব শর্টসে চালু হচ্ছে স্টিকার, যে সুবিধা পাওয়া যাবে

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১১:০২

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। এবার কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব শর্টসে চালু হচ্ছে ‘কিউঅ্যান্ডএ স্টিকার’ সুবিধা। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ইউটিউব।


কিউঅ্যান্ডএ স্টিকার সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা নিজেদের শর্টস ভিডিওতে বিভিন্ন প্রশ্নযুক্ত স্টিকার যুক্ত করতে পারবেন। ভিডিওর দর্শকেরাও প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ফলে নিজেদের তৈরি শর্টস ভিডিও সম্পর্কে দর্শকদের মতামত সহজে জানা যাবে। প্রাথমিকভাবে শুধু স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।


ইউটিউবের তথ্যমতে, ভিডিওর নির্মাতা ও দর্শকদের মধ্যে সহজে যোগাযোগের সুযোগ দিতে কিউঅ্যান্ডএ স্টিকার সুবিধার পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই স্টিকারের মাধ্যমে শর্টস নির্মাতারা ভিডিওর দর্শকদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। দর্শকেরাও কমেন্ট অপশনের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারবেন। এসব মতামত ভিডিওর অন্য দর্শকেরা দেখতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও