মুক্তির আগেই মারা গেল ললিতা

প্রথম আলো প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৮:৩২

তিমিটির নাম ললিতা। বয়স ৫৭ বছর। এর মধ্যে ৫০ বছর বেশি সময় কেটেছে বন্দী অবস্থায়। কথা ছিল, তিমিটিকে সাগরে মুক্ত করে দেওয়া হবে। তবে মুক্তির স্বাদ আর পায়নি। এর আগেই গতকাল শুক্রবার বিকেলে মারা গেছে ললিতা।


ললিতা ছিল অর্কা প্রজাতির নারী তিমি। সেটি রাখা ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের বিশাল একটি অ্যাকুয়ারিয়ামে। ‘মায়ামি সিকুয়ারিয়াম’ নামে পরিচিত সেটি। সিকুয়ারিয়ামের দর্শনার্থীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ললিতা। নানা খেলা দেখিয়ে তাঁদের মনোরঞ্জন করত সেটি।


ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ললিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি সিকুয়ারিয়াম কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, কয়েক দিন ধরে তিমিটির শরীরে গুরুতর অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল। এরপর দ্রুত সেটিকে চিকিৎসা দেওয়া হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কিডনির জটিলতার কারণে তিমিটির মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও