
‘সুপারফাস্ট’ চার্জিং, ১০ মিনিটের চার্জে চলবে ৪০০ কিলোমিটার
বিশ্বে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি লিমিটেড (সিএটিএল) সম্প্রতি লিথিয়াম আয়রন ফসফেট (এলপিএফ) ব্যাটারি তৈরি করেছে। যা সুপারফাস্ট চার্জ হবে বলে জানিয়েছে চীনা প্রতিষ্ঠান সিএটিএল। একই সঙ্গে মাত্র ১০ মিনিটের চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো যাবে। এছাড়াও সম্পূর্ণ চার্জে চলবে ৭০০ কিলোমিটার।
শেনক্সিং নামের এই ব্যাটারি চলতি বছরের শেষে উৎপাদন করা হবে। এছাড়া ২০২৪ সালের প্রথম তিন মাসের মধ্যে বাজারে আসবে বলে জানিয়েছেন সিএটিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হান। দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
সম্প্রতি সিএটিএল জানিয়েছে, নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য নতুন যুগের সূচনা করবে। কারণ এটি বৈদ্যুতিক গাড়িগুলোর চার্জিংয়ে সীমাবদ্ধতাগুলো সমাধান করবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বৈদ্যুতিক গাড়ি