কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কর দেয় না ৮৮ শতাংশ প্রতিষ্ঠান

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৬:৩৩

দেশে প্রতিনিয়ত বাড়ছে ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা। কিন্তু সে হিসাবে বাড়ছে না রিটার্ন দাখিলের সংখ্যা। বিদায়ী ২০২২-২৩ অর্থবছর শেষে রিটার্ন দাখিল করেছে ৩৩ হাজার ৯০৫টি কোম্পানি, যা মোট কোম্পানি সংখ্যার হিসাবে ১২ শতাংশেরও (১১ দশমিক ৯৪) কম। অর্থাৎ ৮৮ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান কর দেয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।


রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসি) তথ্যমতে, ২০২৩ সালের জুন পর্যন্ত নিবন্ধিত পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৫৮টি। অথচ খুবই নগণ্য একটি সংখ্যা সরকারকে কর দিচ্ছে।


নিয়ম অনুযায়ী, নিবন্ধন নেওয়ার পর লাভ-লোকসান যা-ই হোক না কেন, আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। জানা গেছে, অনেক প্রতিষ্ঠান নিবন্ধন নিয়ে রাখলেও ব্যবসা শুরু করেনি। আবার অনেক প্রতিষ্ঠান ছলচাতুরী করে রিটার্ন দেয় না। অনেকে ব্যবহার করছে ভুয়া ঠিকানা। ফলে সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও