আর্জেন্টিনার সঙ্গে ১৮ বছর পর খেলার অপেক্ষায় ইংল্যান্ড
চ্যানেল আই
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১৭:২৮
ইংল্যান্ডের সঙ্গে মাঠের লড়াইয়ে সবশেষ ১৮ বছর আগে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ সময় পার হলেও দল দুটির আর দেখা হয়নি। লম্বা সময় পর ইংলিশরা আবারও মুখোমুখি হতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এই প্রীতি ম্যাচ আয়োজনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
সবশেষ ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেটি ছিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছিলেন ডেভিড বেকহ্যামের দল। তার আগে ২০০২ সালে বিশ্বকাপে হারকে সঙ্গী করেছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে ব্যবধানটা ছিল ১-০।
- ট্যাগ:
- খেলা
- প্রীতি ফুটবল ম্যাচ