স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩-এর ক্রোমবুক আসছে না
বণিক বার্তা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ১১:৫৬
২০২২ সালের প্রথমার্ধে কোয়ালকম বেশকিছু পণ্যের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে একটি ছিল স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩। এন্ট্রি লেভেলের ল্যাপটপের জন্য এটি বাজারজাতের কথা ভাবা হচ্ছিল। স্ন্যাপড্রাগন ৭সি জেন ২-এর উত্তরসূরি হিসেবে এটিকে গণ্য করা হচ্ছিল। তবে সম্প্রতি প্রাপ্ত তথ্যানুযায়ী, ৭সি প্লাস জেন ৩ চিপযুক্ত ক্রোমবুক সহসাই বাজারে আসছে না।
গিজমোচায়নায় প্রকাশিত খবরে বলা হয়, ক্রোমআনবক্সড জানতে পারে যে ক্রোমবুকের জন্য স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩ ডেভেলপমেন্ট বোর্ডের কার্যক্রম বাতিল করা হয়েছে। বিবৃতিতে বোর্ড জানায়, ৭সি প্লাস জেন ৩ প্রকল্পের প্রধান বেজবোর্ড হেরোব্রাইন পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। এর মানে হচ্ছে এ প্রসেসরযুক্ত ক্রোমবুক শিগগিরই বাজারে আসার সম্ভাবনা নেই। তবে কী কারণে এ প্রকল্প বাদ দেয়া হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কোয়ালকম চিপ
- কোয়ালকম