ঢাকায় নেমে ‘ডিবি পরিচয়ধারী’ ডাকাতের কবলে, বিপর্যস্ত প্রবাসী পরিবার
স্ত্রী-সন্তানকে নিয়ে এক মাস আগে দেশে বেড়াতে এসেছিলেন দুবাই প্রবাসী নূর হোসেন, কিন্তু ঢাকায় নেমেই ‘ডিবি’ পরিচয়ধারী ডাকাতের কবলে পড়ে এখন অসহায় পরিস্থিতিতে পড়েছে তাদের পুরো পরিবার।
গত ১৮ জুলাই আশুলিয়ার ধউর বেড়িবাঁধ এলাকায় তাদের মাইক্রোবাস থামিয়ে তল্লাশির নামে প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতেরা।
দেশে বেড়াতে এসে এমন ঘটনায় হতবিহ্বল নূর হোসেনের পরিবারের দুর্দশা আরও বাড়িয়েছে অসুস্থতা। তিনি এবং তার সন্তানরা জ্বরে ভুগছেন কয়েক দিন ধরে।
ডাকাতির ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেছেন নূর হোসেন। এক মাস পার হতে চললেও পুলিশ কোনো কিনারা করতে না পারায় হতাশ হয়ে পড়েছেন তিনি।