কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। আমাদের আরও করতে হবে। আজকে জীবন যন্ত্রণায় ভুগছেন দেশনেত্রী খালেদা জিয়া।

আজ (বৃহস্পতিবার) ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় জিনজিরা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা দেখলাম খালেদা জিয়াকে যখন কারাগারে নেওয়া হয় তখন তিনি কতটা স্বাভাবিক ছিলেন। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ কেন? সরকার কারাগারের মধ্যে তার খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়েছেন কি না এটা নিয়ে জনগণ আজকে সন্দিহান।

ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, আপনাকে ক্ষমতায় আনা এবং রাখার দায়িত্ব হচ্ছে জনগণের। আপনি একতরফা নির্বাচন করার জন্য, নিশিরাতের ভোট করার জন্য কত ষড়যন্ত্র করছেন সেটা কি জনগণ জানে না? আপনি নিজেই ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারী আপনার মুখে এই কথা শুনলে জনগণের অট্টহাসি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন