কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুতিনের সর্বনাশা জুতায় পা গলাচ্ছেন শি

সমকাল সাইমন টিসডাল প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ০৩:০০

নির্দেশ উপেক্ষার বিষয়টি যে কোনো স্বৈরশাসকের পক্ষেই মেনে নেওয়া কঠিন। বাধা কিংবা অবজ্ঞাও তিনি হজম করতে পারেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থা তথৈবচ। নিজের কল্পিত রুশ সাম্রাজ্যে ইউক্রেনকে একীভূত করার নির্দেশ দিয়েছিলন। কিন্তু পরিণতি এমন হয়েছে, এখন নিজের অস্তিত্ব নিয়েই টানাটানিতে পড়েছেন। সংকট তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।


স্বৈরশাসকের প্রসঙ্গ উঠলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আরও বড় আসন দিতে হয়। কমিউনিস্ট পার্টির দেবতাতুল্য নেতা মাও সেতুংয়ের মতো নেতৃত্ব চর্চা করতে চাইছেন তিনি; কিন্তু বারবারই তালগোল পাকিয়ে ফেলছেন। শির অবস্থা অনেকটা আমেরিকার শিল্পী মবির ‘এক্সট্রিম ওয়েজ’ সংগীতের মতো: ‘তারপর এটি ভেঙে পড়ে... যেমনটা সবসময় ঘটে থাকে’।


এর একটা উদাহরণ হলো, ইউক্রেন যুদ্ধে পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের ‘সীমাহীন বন্ধুত্ব’বিষয়ক চুক্তি এখন বিব্রতকর ‘লাভবিহীন বন্ধুত্ব’ সম্পর্কে এসে ঠেকেছে। আরেকটি উদাহরণ হচ্ছে, পশ্চিমাদের বিরুদ্ধে শির ‘উলফ ওয়ারিয়র’ বা নেকড়ে-যোদ্ধা কূটনীতি এখন ব্যাপক মাত্রায় চীনবিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও