![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/08/13/6f5fb2fb664b2285264037405ce6961a-64d881b6534de.jpg)
আইফোন ১৫ আসছে বাড়তি ব্যাটারি লাইফ নিয়ে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৯:৫৫
সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন নতুন ফিচার নিয়ে অ্যাপল আইফোন ১৫ সিরিজ বাজারে আনছে বলে জোর গুঞ্জন চলছে। এর মধ্যে আইফোন ১৫ সিরিজটির রংসহ নানা দিক নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে অ্যাপল ফোনের আগামী সিরিজে এ১৭ চিপ নিয়ে কোনো তথ্য আসেনি। এবার সেটাই ফাঁস হয়েছে বলে ফোর্বস জানিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ফোর্বস বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে চিপ এ১৭ ব্যবহার হয়ে থাকতে পারে। এ১৭ চিপের সিপিইউ ও জিপিইউ কেমন হবে, ঘড়ির গতি ও র্যামের পরিমাণ এবং ধরন সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
অ্যাপলের তথ্য ফাঁসকারীর অ্যাকাউন্ট ‘আননোওন ২১’ এক্স প্ল্যাটফর্মে বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটিতে ৬–কোর সিপিইউ ব্যবহার করা হবে। দুটি পারফরমেন্স কোর ও চারটি ইফিসিয়েন্সি কোরের সমন্বয়ে এটি গঠিত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে