পাকিস্তানে চীনা প্রকৌশলীদের ওপর বালুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ২
পাকিস্তানের বন্দর শহর গাদারের অবকাঠামো প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের গাড়িবহরে দুই অস্ত্রধারী হামলা করেছে। দুজনকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় কোনো চীনা প্রকৌশলী বা পাকিস্তানি নাগরিক আহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে গাদারে বেশ কিছু চীনা কাজ করছেন। গাদার হলো বেলুচিস্তান অঞ্চলের একটি বন্দর। এটি ৬ হাজার কোটি ডলারের চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের অংশ। এই প্রকল্প চীনের জিনজিয়াং রাজ্যের সঙ্গে বেলুচিস্তানকে যুক্ত করবে।
আজ রোববারের এই ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটি এই এলাকায় চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই বিনিয়োগ স্থানীয় মানুষের কোনো উপকারে আসবে না।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এর আগেও চীন–পাকিস্তান ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে হামলা করেছে।
আজ সকালে বিচ্ছিন্নতাবাদী দলটি এক বিবৃতিতে বলে, ‘আর্মির আত্মঘাতী দল মজিদ ব্রিগেড আজ গাদারের চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা করেছে। এই হামলা চলবে।’