কাস্টমস ওয়েবসাইটে আজব তথ্য, ‘গজবে এলাহি বেশি রাগী ছিলেন’

প্রথম আলো প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১০:৩২

পাকিস্তান আমলে চট্টগ্রাম কাস্টম হাউসের কালেক্টর পদে দায়িত্বে ছিলেন এস এম এলাহি নামের একজন সরকারি কর্মকর্তা। তাঁর নামের পাশে বন্ধনী দিয়ে লেখা—‘গজবে এলাহি ভদ্রলোক খুব বেশি রাগী ছিলেন, তাই সবাই এ উপাধি দিয়েছিল।’


১৯৭১ সালে স্বাধীনতার পরও কালেক্টর পদটি থেকে যায়। সেখানে আরেকজন কালেক্টর ছিলেন আজিজুর রহমান। তাঁর নামের পাশে লেখা, ‘রোড এক্সিডেন্টে মারা যান’। এমনিভাবে আবদুল লতিফ শিকদারের নামের পাশে লেখা, ‘স্যারের কাস্টম এক্ট বইটি খুবি ভালো।’ লতিফ শিকদারের গ্রামের বাড়ি বরিশাল, তা–ও বলা হয়েছে।

খুবই অবাক হচ্ছেন, এটা কোনো ধরনের পরিচিতি! খোদ সরকারি এক ওয়েবসাইটে এভাবেই সাবেক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।


চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইটের ‘এক নজরে’ অংশে এভাবে ইতিহাসভিত্তিক তথ্য দিতে গিয়ে সাবেক কালেক্টর পদধারীদের নামের পাশে এসব শব্দ ব্যবহার করে অদ্ভুতভাবে পরিচয় করে দেওয়া হয়েছে। সাবেক কর্মকর্তাদের অদ্ভুতভাবে পরিচিতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইটে যেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও