এক নজরে সেমিতে কে কার মুখোমুখি
সময় যত গড়াচ্ছে, মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা নামার সময়ও কাছে আসছে। কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে এবার সেমিফাইনালের অপেক্ষায় ফুটবলের বৈশ্বিক আসরটি। ৩২ দলের আসরে টিকে রয়েছে ৪ দল। কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, কলম্বিয়া ও জাপান। এর আগে গ্রুপপর্ব ও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ও জার্মানির মতো শক্তিশালী দলগুলো।
সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে তিনটি দলই ইউরোপের। এশিয়ার প্রতিনিধিত্ব সাবেক চ্যাম্পিয়ন জাপান বাদ পড়েছে সুইডেনের বিপক্ষে হেরে। ইউরোপের বাইরে থেকে একমাত্র দল হিসেবে এএফসির সদস্যভুক্ত স্বাগতিক অস্ট্রেলিয়াও সেমিতে ওঠেছে ট্রাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে। লাতিন অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে গ্রুপপর্ব পেরিয়ে আসা কলম্বিয়াও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে হেরে।
সেমিফাইনালের লাইনআপও হয়েছে চূড়ান্ত। ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে, তা একনজরে দেখে নিন।
সেমিফাইনালের লাইনআপ:
স্পেন-সুইডেন (১৫ আগস্ট, দুপুর ২টা)
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (১৬ আগস্ট, বিকেল ৪টা)
- ট্যাগ:
- খেলা
- ফিফা নারী বিশ্বকাপ