ঘুরে দাঁড়াতে চায় বিএনপি
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ জুলাই রাজধানীর প্রবেশমুখে পাঁচটি স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি হতাশ করেছে দলটির হাইকমান্ডকে। দলের উচ্চপর্যায়ের নেতারা উপস্থিতি কম হওয়ার কারণ বিশ্লেষণ করে দেখেছেন, দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতাদের অনেকে সেদিন তাদের জন্য নির্দিষ্ট করা স্থানে যাননি। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দলটি আজ শুক্রবার রাজধানীতে গণমিছিলের কর্মসূচি নিয়ে নামছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে একই কর্মসূচি পালন করবে।
মহাসমাবেশের পরদিন এ ধরনের একটি কর্মসূচি পালনের ব্যাপারে কোনো কোনো নেতা অনিচ্ছুক ছিলেন এমন খবরও গণমাধ্যমে এসেছে। কারণ অবস্থান কর্মসূচি ঘিরে বিএনপি যে শক্তি-সামর্থ্য দেখাতে চেয়েছিল সেটা পারেনি। বরং পুলিশের সামনে তারা টিকতে পারেনি। বরং আরেক দফা মামলায় জড়িয়েছে।