কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রহস্যময়’ স্ট্যাটাসের পর রুমানার সঙ্গে বিসিবির বৈঠক

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১৫:৩৩

গত ৫ আগস্ট রাতে ‘রহস্যময়’ ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন রুমানা আহমেদ। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘নো মোর ক্রিকেট…।’ যার অর্থ করলে দাঁড়ায়, ‘আর ক্রিকেট নয়।’ সেই স্ট্যাটাসের ব্যাখ্যা জানতে চেয়ে আজ রুমানাকে ক্রিকেট বোর্ডে ডাকে বিসিবির নারী বিভাগ। এমন স্ট্যাটাস দেওয়ার কারণে রুমানাকে ক্রিকেট বোর্ডের আচরণবিধির বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে


সেখানে রুমানার সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী ও নির্বাচক সাজ্জাদ আহমেদ। সভা শেষে শফিউলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘সে খেলবে। সে খেলতেই চায়। সমস্যাটা আসলে অভ্যন্তরীণ বিষয়।’


বাংলাদেশের হয়ে ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা বাংলাদেশ নারী দলের সর্বশেষ তিন সিরিজের দলে ছিলেন না। আসন্ন এশিয়ান গেমসের জন্য নারী দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প ডাকা হয়েছে। সেখানে যে ২৬ জনকে ডাকা হয়েছে, রুমানা তাঁদের মধ্যেও নেই। জানা গেছে, এই খবর পাওয়ার পরই হতাশ হয়ে রুমানা ওই স্ট্যাটাস দেন, যাতে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও