ডেঙ্গু ‘ডেডিকেটেড’ ডিএনসিসি হাসপাতালের অর্ধেক শয্যাই ফাঁকা
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চাপ সামলাতে গত জুলাই মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে ঘোষণা করে সরকার। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সরকারি অন্যান্য হাসপাতালের মতো এ হাসপাতালেও রোগীরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসকের পরামর্শে ভর্তিও হচ্ছেন। তবে গত এক সপ্তাহ ধরে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা ‘স্থিতিশীল’ হওয়ায় রাজধানীর সরকারি অন্যান্য হাসপাতালগুলোর মতো এ হাপাসপাতালেও রোগীর চাপ অনেকটা কমেছে। যে কারণে ৫০০ শয্যার হাসপাতালটিতে প্রায় অর্ধেক শয্যাই এখন ফাঁকা।
বুধবার (৯ আগস্ট) ডিএনসিসি হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও যেকোনো পরিস্থিতির জন্য সবরকম প্রস্তুতি রাখা হয়েছে।
এ সময় হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও কথা হয়। রাজধানীর বাড্ডা লিক রোড এলাকা থেকে জ্বর-শরীর ব্যথা নিয়ে ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে এসেছিলেন গাড়ি চালক ফয়সাল হোসেন। ডেঙ্গু সংক্রমণ পজিটিভ আসায় ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি দিয়েছেন।