অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিলেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এছাড়া অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিয়েছেন। খবর- এনডিটিভি ও গার্ডিয়ান
আগামী ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটিকে উত্তর তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কেসিএনএ’ এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিফ অব জেনারেল স্টাফ’ পাক সু ইলকে বরখাস্ত করেন কিম। ওই পদে বসানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রি ইয়ং গিলকে।