কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালেদা জিয়াকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১২:৫৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে কয়েক দিন থাকতে হবে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।


স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর গতকাল বুধবার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাতেই তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।


জাহিদ হোসেন বলেন, গত রাতে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা পর্যালোচনা করেছেন।


জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা করানো হবে।


জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে ঠিক কত দিন হাসপাতালে থাকতে হবে, সেটি এ মুহূর্তে তাঁরা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। সে ব্যাপারে চিকিৎসকেরা স্বাস্থ্যের সব পরীক্ষা শেষে তার প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন।


এর আগে গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন পর তিনি বাসায় ফেরেন। এর মধ্যেও কয়েক দিন আগে খালেদা জিয়া অসুস্থ বোধ করলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গুলশানের বাসায় গিয়ে তাঁকে দেখে আসেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও