মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হলো হাত ও পায়ের নখ। নখের গোড়ায় রক্ত চলাচল আর স্নায়ু—দুটিই অনেক বেশি থাকে। তাই নখ উপড়ে গেলে তীব্র ব্যথা ও রক্তপাত হয়। এতে ঘাবড়ে না গিয়ে প্রথমে শুকনা কাপড় দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রাখতে হবে। বাসায় আইস প্যাক থাকলে, সেটা দিয়ে চেপে ধরে রাখলে ভালো ফল পাওয়া যায়। ঠান্ডা জিনিসের স্পর্শে রক্তনালি সংকুচিত হয়, তাই রক্তপাত ও ব্যথা দুই–ই কমে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যায়। নখ যদি পুরোটা উঠে যায়, তাহলে কিছুদিন নিয়মিত ড্রেসিং করলে ক্ষতস্থান শুকিয়ে যাবে। আর যদি আধভাঙা নখ রয়ে যায়, তাহলে কোনো সার্জনকে দেখিয়ে চিকিৎসা নিলে ভালো হবে।
You have reached your daily news limit
Please log in to continue
হঠাৎ নখ উল্টে গেলে যা করবেন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন