ঘরে মিলল ২২ গোখরা সাপের বাচ্চা, বড় সাপ ধরতে না পারায় আতঙ্ক
বসত ঘরের ভেরতই ডিম পেড়েছিল বিষধর গোখরা সাপ। ডিম ফুঁটে বাচ্চা বের হয়ে বসত ঘরের মধ্যে খেলা করতে গিয়েই নজরে আসে বাড়ির সদস্যদের। তারা একে একে ১৫টি বাচ্চা মেরে ফেলে।
আর সাপুড়িয়ার সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয় ৭টি গোখরার বাচ্চা।ঘটনাটি ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের গাড়াখোলা এলাকার মো. হাসান বিশ্বাসের বাড়িতে। বুধবার সকালে ১১টার দিকে স্থানীয় সাপুড়িয়ার সহযোগিতায় গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। তবে বড় সাপগুলোকে ধরতে না পাড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস বলেন, গত দুইদিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গোখরা সাপ
- সাপ উদ্ধার