‘করোনার পর হলে দর্শক ফেরাতে আমার অবদান আছে’

চ্যানেল আই প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৫:২৩

“সিনেমা হলে দর্শক ফেরাতে আগেই কনট্রিবিউট করেছি। কারণ, করোনার সময়ে সিনেমার ব্যবসা একেবারে যখন বন্ধ ছিল তখন করোনার মধ্যে আমার পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবি মুক্তি পেয়েছিল। ওই ছবি দিয়ে বাংলা সিনেমার ব্যবসার চাকা ঘোরে, দর্শক হলে আসে। সুতরাং আমি মনে করি, সিনেমা হলে দর্শক ফেরাতে আমার অবদান আছে।”


সিনেমা হলে দর্শক ফেরাতে নিজের অবদান আছে, আত্মবিশ্বাসের সাথে এমনটাই বললেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।


সোমবার থেকে ‘তুমি যেখানে আমি সেখানে’ নামে নতুন ছবির শুটিং শুরু করেছেন দেবাশীষ বিশ্বাস। ‘শুভ বিবাহ’ ছবির এই পরিচালক মনে করেন, তার নির্মিত নতুন এই ছবিটিও মুক্তির পর বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিতে কনট্রিবিউট করবে। তিনি সেভাবেই ছবিটি বানাচ্ছেন।


১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে এই সিনেমাটির নাম নিয়েছেন দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, গানটি আমার ভীষণ পছন্দের। এই ছবির গল্পটি চূড়ান্তের পর দেখলাম নামটি খাপ খায়। এজন্যই নামটি নিয়েছি। এটি কমেডি ধাঁচের ছবি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও