বাড়তি ডিমের দাম, ঊর্ধ্বমুখী সবজিও
বাজারে ফের বাড়তি ডিমের দাম। স্থানভেদে এক হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা পর্যন্ত।
ক্রেতারা বলছেন, বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের হাতে। যার কারণে একেক সময়ে একেক পণ্যের দাম রাতারাতি বেড়ে যায়।
বুধবার (৯ আগস্ট) রাজধানীর নিকেতন কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪৬-৪৮ টাকা।
এদিকে বিক্রেতারা জানিয়েছেন বাজারে সবজির দামও বাড়তে পারে।