ফ্রান্সে দাঙ্গায় মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫ পুলিশ
ফ্রান্সে দাঙ্গার সময় ২৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। মার্সেই শহরে ১ জুলাই মোহাম্মদ বেন্দ্রিস নিহত হয়।
২৭ জুন প্যারিস শহরতলিতে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে এক কিশোরকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রতিবাদে গোটা ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে বিক্ষোভের মধ্যেই নিহত হন মোহাম্মদ বেন্দ্রিস। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ পুলিশ কর্মকর্তাকে।
এই মৃত্যুতে বেন্দ্রিসের স্ত্রী এবং স্বজনরা ন্যায়বিচারের জন্য আবেদন করার কথা জানিয়েছিলেন।
প্রসিকিউটররা জানায়, পাঁচ পুলিশ কর্মকর্তাই এলিট রেইড ইউনিটের সদস্য। বেন্দ্রিসের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
বেশ কিছু বেসামরিক ব্যক্তি এবং পুলিশ এ ঘটনায় সাক্ষী দিচ্ছেন বলে যোগ করেন তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- পুলিশ
- জিজ্ঞাসাবাদ
- দাঙ্গা