‘বঙ্গমাতা’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

সমকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০০:০১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান গভীর এবং বিশাল। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠাসহ দেশের নানা ক্রান্তিকালে বঙ্গবন্ধুর একান্ত সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন পরিবার ও দলের নেতাকর্মীদের আগলে রাখতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। মোট কথা বঙ্গবন্ধুর আজীবনকালের সঙ্গী হিসেবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ছিল প্রশংসনীয় ও দক্ষ ভূমিকা। আর সেসবের কিয়দংশ উঠে এসেছে বঙ্গমাতাকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’য়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ নির্মাণ করেছেন গৌতম কৈরি। খোরশেদ বাহারের ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা।


সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৩০ মিনিটব্যাপ্তির এই চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়। এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও