কিছু নদীর পানি বিপদসীমার ওপরে ওঠার শঙ্কা
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের মধ্যাঞ্চল এবং উজানে ভারী বৃষ্টি হচ্ছে। এতে হঠাৎ করেই নদনদীর পানি বাড়তে শুরু করেছে। তিন নদীর পানি এখন বিপদসীমার ওপরে। আরও বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপরে উঠে যেতে পারে যেকোনও সময়। ইতোমধ্যে কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান জেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে।
আরও কয়েকটি জেলা বন্যা কবলিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।তারা জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর শাখা ও উপনদীগুলোর পানি বাড়ছে। একইসঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে উঠতে শুরু করেছে।
তবে গঙ্গা-পদ্মার সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি স্থিতিশীল আছে।আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে ওই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদনদীগুলো যেমন– সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটা নদীর পানি দ্রুত বাড়তে পারে।