সাগর-রুনি হত্যাকাণ্ডে ২ সন্দেহভাজন এখনো শনাক্ত হয়নি : র‍্যাব

www.ajkerpatrika.com কারওয়ান বাজার প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১৭:১৩

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় দুজন সন্দেহভাজনের তথ্য পেয়েছে র‍্যাব। কিন্তু তাঁদের এখনো শনাক্ত করতে পারেনি তারা। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে না পারায় এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে দেরি হচ্ছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 


আজ সোমবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।


তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আমরা অনেক আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে করছি। আমরা যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে ডিএনএ স্যাম্পল পাঠিয়েছি। ওখান থেকে আসা প্রতিবেদনে দুজন সাসপেক্টের নমুনা পাওয়া গিয়েছে। এই দুজন সাসপেক্টকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।’  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও