চর সাজাই: জীবন যেখানে দুর্বিষহ
আমরা ঢাকা থেকে খুব ভোরে রওনা হয়েছিলাম। গন্তব্য চর সাজাই। সঙ্গে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক ও চর সাজাই কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ ফওজুল আজিম। উদ্দেশ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে সেখানে ১৫শ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য, বস্ত্র ও গাছের চারা বিতরণের কাজে অংশগ্রহণ। এ কর্মযজ্ঞের আয়োজনে ছিল চর সাজাই কল্যাণ ট্রাস্ট।
চর সাজাই কল্যাণ ট্রাস্টের সন্ধান দিয়েছিলেন আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সতীর্থ ফওজুল আজিম। তিনি এই ট্রাস্টের কোষাধ্যক্ষ। বছর দুই আগে তারা সমমনা কয়েকজন মিলে মানব কল্যাণের সদিচ্ছা নিয়ে এই ট্রাস্ট গঠন করেছেন। সীমিত সামর্থ্যের মধ্যে কখনও কয়েকটি দরিদ্র পরিবারকে কাপড় কিনে দিয়েছেন। কখনও ঈদের আগে দেড়শ টাকা, কিছু সেমাই কিনে দিয়েছেন। কখনও কিছু চাল-ডাল দিয়েছেন। চরবাসীর অনন্ত চাহিদার তুলনায় এসব সাহায্য হয়তো কিছুই না। তবু তারা লেগে আছেন। তাদের দেখাদেখি যদি আরও কিছু মানুষ এগিয়ে আসে! তা যদি নাও আসে, তবু তারা নিজেরা যদি দু-চারটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, তাই বা কম কী? খুব ছোট আকাঙ্ক্ষা, ছোট উদ্যোগ।