জনগণকে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে: আমির হোসেন আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। সেই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
রবিবার (৬ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতিতে ৫৮ দলীয় জোটের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মার্কিন ভিসানীতির প্রতি ইঙ্গিত করে আমির হোসেন আমু বলেন, ‘কারও ভয়ভীতিতে নয়, দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা এই দেশের পবিত্র সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে, জাতীয় চার মূলনীতিকে ভূলুণ্ঠিত করেছে, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উথান ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। প্রতিদ্বন্দ্বী না থাকা স্বত্বেও হ্যাঁ না ভোটের নামে ব্যালেট পেপারে সিল মেরে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছে। আজকে সেই জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি তত্ত্বাবধায়কের দাবি করছে।’