কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। এতে বন্ধ থাকা কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ।
রোববার (৬ আগস্ট) সকাল থেকে ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেফ অতিরিক্ত পানি অপসারণ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। তিনি জানান, হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলেও জানান তিনি।