পুলিশ ডেকে মাদক বিক্রেতা ছেলেকে ধরিয়ে দিলেন মা
দাউদকান্দিতে পুলিশ ডেকে মুন্না মিয়া (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ ধরিয়ে দিয়েছেন মা। আজ রবিবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রাম থেকে ৩ পিস ইয়াবাসহ মুন্না মিয়াকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার লিটন মিয়াজীসহ এলাকার লোকজন জানান, মুন্না নারায়ণগঞ্জে থাকত, ক'বছর হয় এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে। তার কারণে এলাকার যুবসমাজ নিয়ে চিন্তিত, তাই আমরা সামাজিকভাবে কয়েকবার বসে তাকে সতর্ক করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। আজ তার মা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে।
মুন্ন মিয়ার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তার মাকে মারধর করত। আজ সে ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে তার মা নিজে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ
- ছেলে
- ইয়াবাসহ আটক
- মাদক বিক্রেতা
- মা-ছেলে