এই প্রথম নির্দেশকের ভূমিকায় পদ্মনাভ, ‘গোধূলি গগনে’ নাটকের নেপথ্য ভাবনা শোনালেন তিনি
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৩:০৯
এক দিকে রয়েছে ফেলে আসা সময়ের স্মৃতি। অন্য দিকে রয়েছে ক্রমশ বদলাতে থাকা আধুনিক সমাজ। এই দুইয়ের মাঝে কিছু চরিত্র। এই প্রেক্ষাপটেই ‘আওয়ার টাউন’ নাটকটি লিখেছিলেন আমেরিকান নাট্যকার থর্নটন ওয়াইল্ডার। এ বার সেই নাটক অবলম্বনেই নাটক লিখেছেন পরিচালক পদ্মনাভ দাশগুপ্ত। নাম ‘গোধূলি গগনে’। ‘রাসবিহারী শৈলুষিক’ প্রযোজিত নাটকটির নির্দেশকও তিনি।
পদ্মনাভ টলিপাড়ার একজন সফল চিত্রনাট্যকার। দর্শক তাঁর অভিনয়েরও সাক্ষী থেকেছেন। হঠাৎ নির্দেশনার ভাবনা কেন? পদ্মনাভ বললেন, ‘‘কমলেশ্বরের (মুখোপাধ্যায়) হাত ধরেই এই দলটা শুরু হয়। প্রায় ২৫ বছর এই দলটার সঙ্গে আমি জড়িত। মাঝে কমলেশ্বর কাজের জন্য দেড় মাসের ছুটি নেয়। তখন এই নাটকটার কথা মাথায় আসে।’’ নির্দেশক জানালেন, অতিমারির সময় মূল নাটকটি তিনি পড়েছিলেন।