ইউক্রেনে ‘রক্তদান কেন্দ্রে’ ভয়াবহ হামলা, যুদ্ধাপরাধ বললেন জেলেনস্কি
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘রক্তদান কেন্দ্রে’ আঘাত হেনেছে রাশিয়ার বোমা। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শনিবার খারকিভের কুপিয়ানস্ক শহরের রক্তদান কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় শত্রুরা।
এর আগে জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে অধিকৃত ডনেস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলে মস্কো। কিন্তু এ ঘটনার দায় স্বীকার করেনি দেশটি।
খারকিভ অঞ্চলের সর্বশেষ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আহত ও নিহতের দাবি করেছেন তিনি। কতজন হতাহত হয়েছেন, বিষয়টি উল্লেখ করেননি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কেন্দ্র
- হামলা
- রাশিয়া
- ইউক্রেন
- ইউক্রেন সংকট