 
                    
                    বাসভবন ছাড়লেন সোফি, থাকছেন ট্রুডোর কাছাকাছি
দাম্পত্য জীবনের ইতি টানার পর এবার বাড়ি ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। ১৮ বছরের সম্পর্কের বিচ্ছেদের পর শনিবার তাদের ব্যক্তিগত বাসভবন রিডো কটেজ ছাড়েন সোফি গ্রেগোয়ার। বাড়ি ছাড়লেও সন্তানদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন সোফি। বর্তমানে তাই ট্রুডোর বাসভবনের কাছাকাছিই একটি ব্যক্তিগত বাড়িতে উঠছেন তিনি।
কানাডার আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী তাঁর সমর্থনে থেকে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা পালন করতে পারেন। তবে দাপ্তরিক কোনো উপাধি বহন করতে পারেন না। বিচ্ছেদের পর তাই সোফি সরকারের পক্ষে আর কোনো বক্তৃতা বা জনসাধারণের সম্মুখে আসবেন না। রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন না বা বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন না। নিরাপত্তায় সরকারি বিশেষ কোনো সুবিধাও পাবেন না সোফি।
বিচ্ছেদ হওয়ায় বিশ্বনেতাদের সঙ্গে যে কোনো দাপ্তরিক বৈঠকেও আর ট্রুডোর পাশে দেখা যাবে না সোফিকে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও থাকবে না কোনো অধিকার। তবে বাসভবনে তিনি আসতে পারবেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                