সরকার এখনই গুলি করতে শুরু করেছে: মির্জা ফখরুল
প্রশাসনকে কবজায় নিয়ে যেনতেন নির্বাচন করে আবারও নির্বাচনী বৈতরণি পার হতে চায় আওয়ামী লীগ। এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার এখনই গুলি করতে শুরু করেছে, এখনই বিরোধী দলের নেতা-কর্মীদের রাতে বাড়িতে থাকতে দেয় না। হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে বাসায় যেতে পারে না, রাস্তা থেকে তুলে নিয়ে যায়।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, জোর করে ক্ষমতা দখলকারী এই সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে আরো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখবেন ডিসি-এসপির পরিবর্তন, প্রশাসনে হাজার-হাজার লোককে পদোন্নতি। বোঝেন না, একটাই উদ্দেশ্য—আগের মতো সেই প্রশাসনকে নিয়ন্ত্রণ করে আবারও নির্বাচনী বৈতরণি পার হবে।