কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আমি দুঃখিত’ বলে হাইকোর্টকে বিদায় জানালেন বিচারপতি

চ্যানেল আই ভারত প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১৫:৩৪

ভারতের নাগপুরে বিচারকার্য চলাকালীন ‘আমি দুঃখিত’ বলে বোম্বে হাইকোর্টের বিচারপতি রোহিত দেও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই তার টেবিল থেকে সমস্ত বিচারিক কগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


শনিবার ৫ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গতকাল শুক্রবার নাগপুরে বিচারক রোহিত দেও আদালত কক্ষে পদত্যাগের ঘোষণা দেন।


প্রতিবেদনে বলা হয়, উপস্থিত এক আইনজীবী বলেন, তিনি আত্মসম্মানের সাথে আপস করতে পারবেন না বলেও এই সময় জানান।


রোহিত দেও বলেন, আদালতে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের তিরস্কার করেছি, কারণ আমি আপনাদের উন্নতি করতে চাই। আমি আপনাদের কাউকে আঘাত করতে চাই না। কারণ আপনারা সবাই আমার পরিবারের মতো এবং আমি দুঃখিত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও