অনেকে বলেছেন আমার নাচ দেখতেই নাকি হলে গেছেন: নুসরাত ফারিয়া

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১৪:৩২

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নূর ইমরান মিঠুর সিনেমা ‘পাতালঘর’। ভিন্নধারার এই ছবিতে ‘বাবলি’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে একই ঘরানার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নানা প্রসঙ্গে গত বুধবার তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন।


‘পাতালঘর’-এ একেবারেই অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন। কেমন সাড়া পাচ্ছেন?


নুসরাত ফারিয়া: মোটামুটি। আমার ঘরানার বাইরের ছবি এটি। তাই আশা একটু কম করেছিলাম। এমন গল্পে দর্শকেরা আমাকে কীভাবে নেবেন, তা নিয়ে নিজের মধ্যেও একটা দ্বিধা ছিল। এ ধরনের কাজে আগে অভিজ্ঞতাও ছিল না। তবে যতটুকু আশা করেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। ছবিটি দেখে অনেকে নতুনভাবে আবিষ্কার করেছেন, দর্শক নতুনভাবে চিনেছেন আমাকে। বাবা মারা যাওয়ার সময়কার দৃশ্য, মা ও মেয়ের সম্পর্কের দৃশ্যগুলোতে দারুণ প্রশংসা পাচ্ছি। প্রথম এ ধরনের অফট্র্যাকের ছবিতে ভালোভাবেই উতরে যেতে পেরেছি মনে হচ্ছে।


কাজটির জন্য বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে কি?


নুসরাত ফারিয়া: মসলাদার বাণিজ্যিক বা ভিন্ন ধারার ছবি—সব ধরনের ছবিতেই প্রস্তুতি নিতে হয়। এই ছবিতেও নিয়েছি। তবে শুটিংয়ের সময় পরিবেশটা কিছুটা অনুকূলে ছিল। ফলে কাজটি করতে অত কঠিন মনে হয়নি। ছবির গল্পের কিছু অংশ করোনার সময়ের । শুটিংও করেছিলাম করোনাকালে। ফলে ওই পরিবেশেই কাজটি করেছিলাম। এখানে আমার মায়ের চরিত্র করেছেন আফসানা মিমি। চরিত্রের নাম পারভিন আক্তার। বাস্তবে আমার মায়ের নামও পারভিন আক্তার। ফলে চরিত্রটি কানেক্ট করতে সহজ হয়েছে। তা ছাড়া আফসানা মিমির মধ্যে মমতাময়ী একটা ভাব আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও