পরপর দুই বছর জুলাইয়ে বৃষ্টি কম, কিসের ইঙ্গিত

প্রথম আলো আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ১২:১৬

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। কিন্তু চলতি বছর এবং গত বছরও এ মাসে গড় বৃষ্টির অর্ধেকও হয়নি। গত বছরের জুলাইয়ে ৩৫ বছরের ইতিহাসে কম বৃষ্টি হয়েছিল। এবার সামান্য বাড়লেও তা অর্ধেকেরও কম।


শুধু জুলাই না, আগস্ট মাসেও বৃষ্টি কমে আসছে। এ দুই মাসে বাড়ছে তাপমাত্রা। কয়েক বছর ধরেই আবহাওয়ার এলোমেলো স্বভাব দেখছেন আবহাওয়াবিদেরা। জুলাই মাসের এই অস্বাভাবিক কম বৃষ্টি সেই বৈরী চরিত্রের প্রতিফলন বলে মনে করছেন তাঁরা। এর সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রবণতার মিলও খুঁজছেন তাঁরা।


জলবায়ু বিশারদ ও জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দুই বছরের হিসাব ধরে বড় কোনো সিদ্ধান্তে আসা না গেলেও কিছু পরিবর্তন বড় আকারেই দেখা দিচ্ছে। বৃষ্টির ধরন পাল্টে যাচ্ছে। ভবিষ্যতে ঋতুভিত্তিক বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন হতে পারে। এর প্রভাব পড়তে পারে দেশের কৃষি ও জনস্বাস্থ্যের ওপর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও