কথোপকথনে জড়তা? তাহলে লেখাটি আপনার জন্যই
প্রথম আলো
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ১১:০২
গেট টুগেদার, বিয়ে, পার্টি, সাক্ষাৎকার অথবা যেকোনো অনুষ্ঠান—কিছু মানুষের সমাগমের ভেতরে অনেকেই হয়ে যান একা।
বিশেষ করে অন্তর্মুখী স্বভাবের হলে তো কথাই নেই! কেউ টেবিলের নিচে পালানোর চেষ্টা করেন, কেউ আবার মনে মনে কাল্পনিক কথোপকথন চালিয়ে যান, কিন্তু বাস্তবে আর কথা বলা হয়ে ওঠে না। এই বিষয়ে যদি আপনার সঙ্গে মিলে যায়, তবে লেখাটি আপনার জন্যই। জেনে নিন কথোপকথন শুরুর কিছু টিপস।