পিএসজি ছাড়ার কথা ভাবছেন এনরিকে!
সমকাল
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ১২:০১
স্প্যানিশ কোচ লুইস এনরিকে পিএসজির চাকরি নিয়েছেন এক মাস। সবে প্রাক মৌসুম শেষ করেছেন। এখনও মৌসুম শুরু হয়নি। এর মধ্যে তিনি পিএসজি ছাড়ার কথা ভাবছেন বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন বেরিয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, এনরিকে পিএসজি ছাড়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।
কারণ পিএসজির স্কোয়াড ও প্রজেক্ট নিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরক্ত তিনি। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি। তাকে বিক্রির বিষয়ে যথাযথভাবে সমঝোতায় আসতে পারছে না লা প্যারিসিয়ানরা। ওদিকে উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পিএসজি। তাতেও এমবাপ্পে ধাক্কা সামলে ওঠা সম্ভব হচ্ছে না। লুইস এনরিকেকে পিএসজির চাকরিতে এনেছিলেন দলটির স্পোর্টিং ডাইরেক্টর লুইস কাম্পোস। তিনিও নাকি পিএসজিতে থাকছেন না।