ইউটিউবার ম্যাথিউ বিম তৈরি করল বড় আইফোন
সবচেয়ে বড় আইফোন বানানো হয়েছে। কাস্টমাইজড এই আইফোন তৈরি করেছেন জনপ্রিয় ইউটিউবার ম্যাথিউ বিম এবং তার দল। ইতিমধ্যে এই আইফোন বিশ্বরেকর্ড করেছে।এই ফোনের ডিসপ্লের আকার ৫৫ ইঞ্চি টিভির চেয়েও বড়। এই আইফোনের উচ্চতা ৮ ফুট। এই ফোনটিকে এখন বিশ্বের সব থেকে বড় আইফোনের স্বকৃতি দেওয়া হয়েছে। ফোনটির বিশেষত্ব হলো, বড় স্ক্রিন। বড় ফোনটি হুবহু আইফোনের মতোই কাজ করবে। আইফোনের সব থেকে বড় মডেলটি ১৪ প্রো ম্যাক্সের আদলে। ২০২০ সালে আর একটি আইফোন তৈরি করেছিল জেজেএইচসি নামের আর এক ইউটিউবার, যা প্রায় ৬ ফুটের। সেই রেকর্ডই এখন ভেঙে দিলেন ম্যাথিউ বিম নামের আর এক ইউটিউবার।
আইফোন তৈরির গল্প : ইউটিউব ভিডিওতে বিম দেখিয়েছেন, কীভাবে তিনি তার ৮ ফুটের আইফোনটি স্ক্র্যাচ থেকে তৈরি করেছেন। প্রথমে তিনি ফোনটির একটি মেটাল ফ্রেম তৈরি করেছিলেন। তারপর আইফোনের ডিজাইনটি কপি করেন এবং নিশ্চিত করেন, ফোনের সারফেসটি যেন ম্যাট লুকের, রিফ্লেক্টিভ হয় এবং তাতে যেন বাটন থাকে। লক বাটন, ভলিউম বাটন এবং মিউট বাটন রয়েছে। সেলফির জন্য রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এমনকি, ফেসটাইমও রয়েছে সুবিশাল ফোনটিতে। ফানটি তৈরি করার পর নিউ ইয়র্কের রাস্তাতেও সেটি নামিয়েছিলেন ম্যাথিউ বিম।