ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রাণ গেছে অন্তত ৪৫ জনের
ব্রাজিলের তিনটি রাজ্যে কয়েক দিন ধরে মাদক চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে।
পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিওর কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত ১০ জন।
এর আগে সাও পাওলোতে পাঁচ দিন ধরে চলা পুলিশের অভিযানে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিল্ড’।